পটল পরিবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাগাতিপাড়া যুবদল
বাগাতিপাড়া, নাটোর কণ্ঠ- নাটোরের বাগাতিপাড়ায় গত ৯ ই অক্টোবর লক্ষণহাটি ইউএনও পার্কের সামনে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে যুবদলের কিছু নেতা কর্মিরা। সেখানে মরহুম জননেতা উত্তরবঙ্গের কৃতি সন্তান ফজলুর রহমান পটল সাহেবের পরিবারের বিরুদ্ধে মিথ্যা ভূয়া ও বানোয়াট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বক্তব্য দেন তারা। প্রেস বিজ্ঞপ্তিতে এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাগাতিপাড়া উপজেলা যুবদল।
বাগাতিপাড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবু রায়হান ও আহবায়ক হারুন অর রশীদ দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গত ৯ই অক্টোবর বাগাতিপাড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করে নাটোর জেলা যুবদল। সেই কমিটির ৫নং যুগ্ন-আহবায়ক মোঃ হানিফুর রহমান হানিফ, ৬নং যুগ্ন-আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান শফিক, ৭নং যুগ্ন-আহবায়ক খোরশেদ আলম, ৯নং যুুগ্ন-আহবায়ক মোঃ সোহেল রানা এর নেতৃত্বে মরহুম জননেতা ফজলুর রহমান পটল সাহেবের সহোধর্মীণী গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন (অবসরপ্রাপ্ত) ও তার পরিবারকে অবাঞ্চিত ঘোষনা করা রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্য প্রনোদিত। বাগাতিপাড়া উপজেলা যুবদল এমন ঘটনার তীব্রনিন্দা ও ঘৃণা জানায়। সেইসাথে পথভ্রষ্ট যুবনেতাদের দলীয় বিধিবিধান মেনে সুশৃংখল রাজনীতি করার আহবানও জানান ওই বিজ্ঞপ্তিতে ।
আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়কগণ কমিটিতে থাকা সত্ত্বেও দলের মধ্যে বিভ্রান্তি ছড়াতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করে দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মানহানীকর বক্তব্যে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলে উল্লেখ করেন বাগাতিপাড়া উপজেলা যুবদল ।
বিজ্ঞপ্তিতে আরও জানান, বাগাতিপাড়া উপজেলা যুবদল বিশ^াস করে যুব শক্তির ঐক্যবদ্ধ ছাড়া জাতীয়তাবাদীর শক্তির আশা আকাংখা পূরণ করা কোনভাবেই সম্ভব নয়। তাই সকল বিভেদ ভুলে যুব শক্তিকে ঐক্যবদ্ধ করে বাগাতিপাড়া উপজেলা যুবদল ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি আগামীদিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান তারা।