প্রতিশোধের আগুন
কবি শাহারা খান, যুক্তরাজ্য প্রবাসী
দিনে দিনে বাতাস টাকে,
লাগছে ভীষণ ভারী।
ইজ্জত হারিয়ে মা,বোন
করছে কেমন আহাজারি।
ফুলের শোভা বাগ বাগিচা,
ঘরের শোভা নারী।
সেই নারীরে ধর্ষণ করে,
দেখায় কেমন বাহাদুরী।
নারীর গর্ভে জন্ম নিয়ে,
করছে নারীরে কলঙ্কিত।
লেখাপড়া শিখেও তাদের,
হয়না বিবেক জাগ্রত।
খবরটা ভাই নতুন নয়,
আরো অনেক ঘটেছে।
ইজ্জত হারিয়ে কত বোনের,
চোখের পানি ঝরেছে।
নিজের ঘরে মা,বোন রেখে,
কেমনে করে এমন কাজ।
মানুষ হয়ে পশু হতে,
ওদের নেইকো সরম,লাজ।
আগুন জ্বলে প্রতিশোধের,
চাইনা দেখতে এ দৃশ্য আর।
ধর্ষক নামক নরপশুদের,
করতে হবে সমাজ থেকে বহিষ্কার।
Advertisement