বঙ্গবন্ধু শতবর্ষে – দেবেশ ঠাকুর এর কবিতা

0
305

বঙ্গবন্ধু শতবর্ষে
দেবেশ ঠাকুর

সে এক ক্রান্তিকালের কথা
এক অক্লান্ত যুবকের দৃপ্ত কণ্ঠস্বর
তখন গোলার্ধ থেকে গোলার্ধে ভাসছে,
‘ ওরা আমাদের ভাতে মেরেছে, পানিতে মেরেছে’…

টুঙ্গিপাড়ার সেই লড়াকু যুবককে আমি আজও দেখি
সিলেটে বগুড়ায় ময়মনসিংহে রংপুরে…
তাকে দেখেছি জালালাবাদ পাহাড়ের চূড়ায়
মাস্টারদার ছবির সামনে মুষ্টিবদ্ধ দুহাতে
পাথরভাঙ্গা স্বপ্ন নিয়ে দাঁড়াতে।
তাকে দেখেছি যশোরে কপোতাক্ষ নদীর তীরে
উচ্চারণ করতে,
‘ রুষিলা বাসবত্রাস গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে
মন্দ্রে জীমূতেন্দ্র কোপি’..
তাকে দেখেছি বরিশালে হিজলগাছের ছায়ায় দাঁড়িয়ে
শব্দযাপন করতে,
‘ অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ’।
তাকে দেখেছি বিয়াল্লিশে
রুদ্ধবাক এক কবির কণ্ঠস্বর হয়ে
তরবারির মত ঝলসে উঠতে,
‘ আমি সেই দিন হব শান্ত
যবে অত্যাচারীর খড়্গ-কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না’
তাকে দেখেছি পিয়ালের মালঞ্চির মোহনায়
ঝিনুক ভেঙ্গে মুক্তো নয়, মুক্তি খুঁজতে–
সুরমা নদীর তীরে তাকে দেখেছি
আউল বাউল সাঁই দরবেশ সুফিয়ানের উদাসী সুরে
উন্মুক্ত আকাশ খুঁজতে।
তাকে দেখেছি তিতুমীরের বাঁশের কেল্লার সামনে
রুখে দাঁড়ানো এক অনড় সেনাপতির মতো।
তাকে দেখেছি শিলাইদহে পদ্মাপাড়ে
বর্ণপরিচয়ের অক্ষরমালা কুড়িয়ে মালা গাঁথতে
যে মালার নাম
স্বাধীনতা।

দৃষ্টিশক্তি কোনদিনই তেমন ভালো ছিল না
কিন্তু দূরদৃষ্টি ছিল দিগন্তস্পর্শী
যমুনায় মাছ ধরতে যাওয়া এক জেলেকে
দূর থেকে দেখে জানতে চাইলে,
‘ কী মাছ ধরতি যাও ভাই?’
দূর থেকেই প্রতিধ্বনিত উত্তর এলো,
‘ স্বাধীনতা’–
ধানের চারা হাতে মাঠে দাঁড়ানো
কৃষাণীকে জিজ্ঞাসা করলে,
‘ এ কোন ধানের চারা বপন করো বইন?’
সূর্যালোক ভেজা ধানের চারা মুঠোয় ধরে উত্তর,
‘ স্বাধীনতা।’
পাটকলের মজুরকে দেখে জানতে চাইলে,
‘ দুই হাত দিয়া পাটের গাঁট বান্ধো চাচা?’
সোনার পাট বুকে জড়িয়ে পাথর-কোঁদা শ্রমিক বলে,
‘ স্বাধীনতা।’

দূরদৃষ্টি দিয়ে বুঝেছিলে সেদিন
জীর্ণ ক্লান্ত ধ্বস্ত আগুন-খেকো মানুষগুলো
ক্রন্দনের শেষ অশ্রুরেখা মুছে
ভিক্ষাপাত্র কাটিগঙ্গায় ছুঁড়ে ফেলে
জাতের ঊর্ধ্বে— এমনকি ভাতের ঊর্ধ্বে
যে আকাশ ধরার জন্য অপেক্ষা করে আছে
তার নাম স্বাধীনতা।

রমনার বটমূলে কাঠের স্তুপ সাজানো
প্রতিটি মানবের হাতে আগুন জ্বালানো
ভাষার চকমকি পাথর
অপেক্ষা শুধু নির্দেশের,
‘ হে প্রমিথিউস, আমাদের হাতে দধীচির বজ্র-পাঁজর
আদেশ করো। অগ্নি প্রজ্বলন করি।’

তারপর সেই রক্তনদী লাশের পাহাড় রাস্তা জুড়ে
মুক্তধারার বাঁধ ভেঙে যায় যন্ত্রণার এই যন্ত্রপুরে
মাতৃভাষা লিখতে বসে সংবিধানের নতুন খাতা
মেঘ ছিঁড়ে লাল সূর্য আলো বৃষ্টিভেজা দেশের পাতায়।

নোয়ার জাহাজ নির্মাণে বসেছেন বঙ্গবন্ধু–

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর মুক্ত দিবস আজ, পালিত হচ্ছে নানা আয়োজনে
পরবর্তী নিবন্ধপুলিশি বাধার মুখে সীমান্ত হত্যার প্রতিবাদে নাটোর বিএনপির কর্মসূচি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে