বন্যার কারণে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইনে যান চলাচলে গতি নিয়ন্ত্রণ

0
400

বন্যার কারণে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইনে যান চলাচলে গতি নিয়ন্ত্রণ

নাটোর কণ্ঠ: নাটোরের সিংড়ায় এলাকায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। এরইমধ্যে নাটোর-বগুড়া মহাসড়কে পানি ছুই ছুই করছে। নিংগইন মোড় এলাকায় অল্প অল্প পানি মহাসড়কের উপরে উঠে পড়েছে। এমতাবস্থায় ওই এলাকায় ব্রিজের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে দ্রুতগতিতে। প্রবল চাপে ক্ষতিগ্রস্ত হতে পারে সেতুটি। তাই প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় যান চলাচলের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে। গাড়িচালকদের সাবধানে গাড়ি চালানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি ওই এলাকার পরিবহনের গতি নিয়ন্ত্রণে নিয়োগ করা হয়েছে আনসার সদস্যসহ একদল স্বেচ্ছাসেবক।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ নাটোর কণ্ঠকে জানান, যেহেতু বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে এবং নাটোর-বগুড়া মহাসড়কের ওই সেতুটি ঝুঁকিপূর্ণ। তাই স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ওই এলাকায় যান চলাচলে গতি নিয়ন্ত্রণ এর ব্যবস্থা করা হয়েছে। গাড়িচালকদের কে সিংড়া থেকে সেরকুল পর্যন্ত গাড়ি চলাচলের ক্ষেত্রে সর্বনিম্ন গতিতে চালানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে আমরা পরিবহন শ্রমিক ও মালিকদের সঙ্গে কথা বলেছি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকবি শামীয়ারা পারভীন দীপ‘এর একগুচ্ছ কবিতা
পরবর্তী নিবন্ধভালোবাসা ও প্রেম -কবি গোলাম কবির‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে