বাবার চশমা
কবি আজাদুর রহমান
একদিন মারা যাব,
এই আনন্দে ঘুম ধরে না।
বাবার চশমাটা
চেয়ে থাকে চঞ্চল,
মুখের দিকে নির্মোহ।
একদিন মারা যাব
ভাবলেই মায়া লাগে।
ব্যথা নাই,
কোথাও কোন ব্যথা নাই।
একদিন মারা যাব,
এই আনন্দে ঘুম ধরে না।
যেন চান্দ রাইত,
কাল ঈদ
Advertisement