ভালবাসার রংধনু
কবি চিন্ময় সরকার
যদি প্রভাস তীর্থের ত্রিবেণী সঙ্গমে,
পুণ্য স্নান করে বলো
ভালোবাসি তোমায়,
আমি বিশ্বাস করিনা।
করবো কি করে বলো?
মনে পড়ে তোমার, আমি এক-
কচি নারকেল পাতার বাঁশি
তোমায় বানিয়ে দিয়েছিলাম,
সে বাঁশির সুর ছিল না সত্য,
তবে শব্দ ছিল।
সেই শব্দজালে,
তুমি আমায় মায়াবিষ্ট করতে!
একবার রাসের মেলায়
তুমি ভ্যাটের খই কিনে দাও
বলে বায়না ধরেছিলে,
তখন ভ্যাট খই এর মতই
সাদা ছিল তোমার মন।
এখনো অনেক রাসমেলা আসে যায়,
এখনোও অনেক দোকানিরা,
ভ্যাটের খই নিবেন গো দাদা?
বলে চিৎকার করে-
আর আমি খুঁজে বেড়াই
আমার স্মৃতির আকাশে
ভালবাসার রংধনু।
Advertisement