মরিচ গাছের সঙ্গে শত্রুতা

0
194
nATORE KANTHO

নাটোর কন্ঠ : নাটোর শহরতলীর হাজরা নাটোর গ্রামে শত্রুতা করে এক কৃষকের ক্ষেতের মরিচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, শহরতলীর হাজরা নাটোর গ্রামের উচ্চশিক্ষিত তরুণ কৃষক মোহন কুমার স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ১৭ শতাংশ জমি বর্গা নেয়।

সেই জমিতে মাগুড়া বর্ষালী জাতের মরিচ চারা রোপন করেন। ইতিমধ্যে গাছগুলোতে মরিচ ধরা শুরু হয়েছে। লোকমুখে জানতে পেরে তিনি শুক্রবার সকালে মাঠে তার মরিচ ক্ষেতে গিয়ে দেখতে পান অসংখ্য মরিচ গাছ উপড়ে ফেলা হয়েছে।

তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা থানায় অভিযোগ করতে বলেন। এ বিষয়ে তিনি নাটোর সদর থানায় একটি সাধারণ ডাইরী করেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মোহন কুমার জানান, ১৭ শতাংশ জমির মধ্যে ৫ শতাংশ জমির সব মরিচ গাছ উপড়ে ফেলা হয়েছে। এতে তার প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এব্যপারে নাটোর সদর থানা ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান, তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ১৩৮১ পরিবার পচ্ছেন জমিসহ বাড়ি
পরবর্তী নিবন্ধজনবান্ধন জেলা প্রশাসক মো.শাহরিয়াজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে