রাজু আহমেদ, নাটোরকন্ঠ: সেবার দিক দিয়ে উন্নত এবং মডেল হাসপাতাল হিসেবে পরিচিত নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির প্রচেষ্টায় সিংড়া হাসপাতাল সারাদেশের একটি মডেল। রয়েছে আধূনিক সুযোগ সুবিধা। টেলি মেডিসিন সেবায় বাংলাদেশের মধ্য কয়েকবার সেরা হয় অত্র স্বাস্থ্য কমপ্লেক্স।
গত ২৯ এপ্রিল নার্স এবং টেকনোলজি করোনা পজেটিভ ৫ জন রোগী ধরা পড়ার পর থেকে লকডাউন ঘোষনা করে কর্তৃপক্ষ। তারপর থেকে হোমকরেন্টাইন চলে যান সকল ডাক্তার ও নার্স। সকলের নমুনা সংগ্রহ চলছে, ইতোমধ্য ৫ দিন পার হলেও অধিকাংশ ডাক্তার ও নার্সের নমুনা আটকে আছে। রিপোর্টের অপেক্ষায় আছে তারা।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম জানান, খুব শ্রীঘ্রই যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তাদের দ্বারা হাসপাতাল খুলে দেয়ার চিন্তা করা হচ্ছে। তিনি আরো জানান রিপোর্ট আসতে দেরি হওয়ায় আমরা ও অপেক্ষায় আছি।
জেলা সিভিল সার্জন ডা: মিজানুর রহমান জানান, আমরা দ্রুত হাসপাতালটি খোলার চিন্তা করছি। এরই মধ্যে মন্ত্রী মহোদয়ের সাথে পরামর্শ করেছি। রিপোর্ট গুলো হাতে পেলেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।