সিংড়ার সাংবাদিক, সাংবাদিকতা ও কিছু কথা.- আবু জাফর সিদ্দিকী

0
269
জাফর

সিংড়ার সাংবাদিক, সাংবাদিকতা ও কিছু কথা…..

একটা মফস্বল এলাকা সিংড়া। ২০০৩ সালে সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয় সিংড়া প্রেসক্লাব। সময়ের ব্যবধানে, স্বার্থের জন্য সিংড়ায় অাজ ৩টি প্রেসক্লাব। তিন প্রেসক্লাবে কাগজে-কলমে সাংবাদিকদের সংখ্যা প্রায় ৭০/৮০ জন হবে। তবে সংবাদ লেখার যোগ্যতা, সাংবাদিকতার জন্য যা প্রয়োজন, পেশাদারিত্ব বিবেচনায় ১০/১২ জনকে সাংবাদিক হিসেবে ধরা যায়।

সিংড়ায় বর্তমানে কিছু কার্ডধারী সাংবাদিকদের অাবির্ভাব ঘটেছে। যাদের নেই কোন একাডেমিক শিক্ষা সনদ, যোগ্যতা। ২/৪ হাজার টাকার বিনিময়ে অনলাইন পত্রিকা বা টিভির কার্ড করে মোটরসাইকেলে স্টিকার লাগিয়ে চাঁদাবাজিতে নেমেছে। যার যথেষ্ট প্রমাণ অামার কাছে অাছে। পেশাদার সাংবাদিকদের পত্রিকা বা ফেসবুক থেকে সংবাদ কপি করে সাংবাদিকতা দেখাচ্ছে অপরদিকে চাঁদাবাজি করে প্রকৃত সাংবাদিকদের সুনামক্ষুন্ন করছে।

সিংড়ার সাংবাদিক নেতাদের প্রতি অাকুল অাবেদন, নিজেদের গ্রুপকে শক্তিশালী দেখাতে গিয়ে যার তার হাতে চাঁদাবাজির লাইসেন্স তুলে দিবেন না। ভূয়া অার হলুদ সাংবাদিকদের ভীড়ে একসময় প্রকৃত ও পেশাদার সাংবাদিক হারিয়ে যাবে।

মো. অাবু জাফর সিদ্দিকী
উপজেলা প্রতিনিধি
দৈনিক সংগ্রাম।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ৩৮তম বিসিএসে এএসপি পদে যোগ দিতে যাচ্ছেন নাটোরের মেয়ে আরজিনা
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে