৭ জনের পর নাটোরে আরো দুজন করোনা আক্রান্ত, সিংড়ায় উপসর্গ নিয়ে ১ জনের মূত্যু
রাজু আহমেদ, সিংড়া: নাটোরে ৭ জনের পর আবারো দুইজন করোনা আক্রান্ত হবার খবর মিলেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭৮ জানে।সন্ধ্যায় নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তারা নাটোর সদর হাসপাতলে নমুনা প্রদান করেছিলেন। তাদের বাড়ি লকডাউন সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সিভিল সার্জন অফিস কাজ করছে। এদিকে নাটোরের সিংড়ায় কোন উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
নাটোরের সিংড়ায় করোনা উপসর্গ নিয়ে অরুন কুমার ওরফে অনিক (৫০) নামে ১ ব্যক্তির মুত্যু হয়েছে।
সে রাজশাহীর চারঘাটের বজেন্দ্রনাথের পুত্র।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তাঁর স্বজনরা নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
জানা যায়, অরিন ওরফে অনিক তিনদিন আগে ঢাকা থেকে সিংড়া পৌর এলাকা মাদারীপুর মহল্লায় তাঁর এক স্বজনের বাড়ি বেড়াতে আসে। সে ঔষধ কোম্পানিতে কর্মরত ছিলো বলে জানা যায়।
বৃহস্পতিবার সকালে তাঁর স্বজনরা করোনা উপসর্গ থাকায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করা হয়।
বিকেলে পুনরায় নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। পরে মৃতের লাশ চারঘাট নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সর্দী,কাশি জ্বর নিয়ে তাঁর স্বজনরা মেডিকেলে নিয়ে আসলে নমুনা সংগ্রহ করে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বাসায় নিয়ে যায়, পরে বিকেলে পুনরায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।