অবিমিশ্র অনুভবের মিশ্র সংস্করণ/
কাজী আতীক
একটা কেবল সংকেত পাবার অপেক্ষা, অতঃপর-
উন্মোচিত হবে অবিমিশ্র অনুভবের এক মিশ্র সংস্করণ,
হয়তো তারপর দানা বাঁধবে কিছু আক্ষরিক বিভ্রাট,
একটা কেবল সংকেত পাবার অপেক্ষা, অতঃপর
অবারিত মাঠ- সর্ষে কিংবা ধানী হলুদে ছাওয়া, অথবা
ঝুল বারান্দার ঝুলে ফালি ফালি রোদের আলপনা,
পৃথিবী গোলাকার- কাটছে সময়
এক ভাগ ভূমি দুই ভাগ জল- কাটছে সময়
কখনো উষ্ণ কখনো শীতল- কাটছে সময়
কখনো শুষ্ক কখনো আর্দ্র- কাটছে সময়-
কাটছে সময়- নিঃশব্দ প্রহর
শব্দহীন দোলার ঘড়ির কাটা,
নেই সেই টিক টক ভুতুড়ে শব্দটাও, তাই-
এক নিরঙ্কুশ নিস্তব্ধ নীরবতা বিবৃত,
যাহোক- একটা কেবল সংকেত পাবার অপেক্ষা,
তাই- উচ্চকিত কর্ণকুহর,
উৎসুক হৃদয়- উদ্বেলিত
শূন্য দৃষ্টি ব্যাকুল চোখে অস্বস্তি দানা বাঁধে হরিষে বিষাদে,
একটা সংকেত পাবার অপেক্ষা কেবল, অতঃপর
অবমুক্তি ঘোষিত হবে সংযোজিত বিস্ময় স্মারকে।
(নিউ ইয়র্ক, ২৩ ফেব্রুয়ারি ‘২০২০)