ইচ্ছে করে হারিয়ে যাই
চয়ন্ত বণিক
ইচ্ছে করে হারিয়ে যাই
উড়ন্ত পাখিদের ভীড়ে,
ইচ্ছে করে হারিয়ে যাই
তিতাস নদীটির তীরে।
ইচ্ছে করে হারিয়ে যাই
গাঁয়ের কিশলয়ের সাজে,
ইচ্ছে করে হারিয়ে যাই
ঝরা কাঁঠাল পাতার মাঝে।
ইচ্ছে করে হারিয়ে যাই
সমাজ থেকে দূরে,
ইচ্ছে করে হারিয়ে যাই
আলো থেকে আঁধারে।
ইচ্ছে করে হারিয়ে যাই
প্রেম যেখানে_সেথায়,
ইচ্ছে করে হারিয়ে যাই
খুনখারাবি নাই যেথায়।
ইচ্ছে করে হারিয়ে যাই
ভেদাভেদ নাই সেখানে,
ইচ্ছে করে হারিয়ে যাই
গভীর নির্জন অরন্যে।
রচনা : ১৬-৪-২০২১
Advertisement