উত্তরা গণভবন শ্মশানের নীরবতা

0
506
news

নাটোর কন্ঠ : মাত্র কয়েকদিন আগেই, দর্শনার্থীর ভিড়ে মুখরিত ছিল, নাটোরের উত্তরা গণভবন। বিহঙ্গদের কলতান, গাছে গাছে ফুল! পসরা সাজিয়ে বসে আছে উৎসুক দর্শনার্থীর প্রতীক্ষায়। দেখভালের দায়িত্বে থাকা কয়েকজন ছাড়া, এখন আর কেউ প্রবেশ করছে না সেখানে।

প্রাকৃতিক নিয়মেই বেড়ে ওঠা গাছগুলি, ফুলের গন্ধ মৌ মৌ করছে অথচ আজ পর্যটকশূন্য। করোনার করাল গ্রাস কাটিয়ে আবার একদিন মুখরিত হবে, জাতির পিতার স্মৃতি বিজড়িত উত্তরবঙ্গের শ্রেষ্ঠ এই পর্যটন কেন্দ্র! এমনটাই প্রত্যাশা সকলের।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় গোপনে চারটি পুকুর ইজারার অভিযোগ
পরবর্তী নিবন্ধনাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ হালসা সাব ইউইনিটের খাদ্য সামগ্রী বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে