উড়ে গেছে ভুলগুলো- শাহীনা রঞ্জু
ঐ যে নীল আকাশ
তার কোন দুঃখ নেই
দেবদারু গাছেদের সাথে
তার খুব বন্ধুতাকে
চুকিয়ে দিয়েছে সে মহানন্দে।
মেঘেদের যত আনাগোনা থাকুক
তার কিছু যায় আসবেনা
ভালবাসা নীল পাখি হয়ে
উড়ে গেছে ভালবাসা নিয়ে
শুকতারার কক্ষপথে যে মালা গাঁথা ছিল
সে মালায় ঠুনকো বিজয় ছিল
শাহাবাগ কাটাবনের মধ্যবিত্ত দোকানি
বুঝে নিয়েছিল তা বহুকাল আগে
ধুলোয় ছাওয়া বকুল গাছেদেরও
জানা ছিল সবটুকু
তবুও ভুলেরা ছিল ডানা মেলে
ডানামেলা গাঙচিল হয়ে ভুলগুলো
উড়ে গেছে আনন্দে ঐ দুরদেশে।
Advertisement