নাটোর কন্ঠ : নাটারের নলডাঙ্গায় ঋণের প্রলোভন, স্বল্পমূল্যে খাদ্যপণ্য দেওয়া, চাকরির জামানত এবং কাজের মজুরী না দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা সেই প্রতিষ্ঠানের মুল হোতা কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাসুদেবপুর গ্রামের ভুক্তভোগি আখতারুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলে বুধবার রাতে অভিযান চালিয়ে মুল আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম জহুরুল ইসলাম (৩৫), তিনি উপজেলার হালতি গ্রামের জেহের আলীর ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গায় ঋণের প্রলোভন, স্বল্পমূল্যে খাদ্যপণ্য দেওয়া, চাকরির জামানত এবং কাজের মজুরী না দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয় প্রতিষ্ঠান। অফিস বন্ধ করে পালানোর খবর পেয়ে গত মঙ্গলবার সকালে-
শত শত ভুক্তভোগি নারী পুরুষ তাদের পাওনা টাকা ফেরত পেতে নলডাঙ্গা থানায় হাজির হয়। এসময় ঋণ, চাকুরী দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতকারীর মুল হোতা জহুরুল ইসলাম, বাবুল শেখ ও মওদুদুর রহমান মধুকে থানায় হাজির করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুক্তভোগিদের অভিযোগ শুনে তাদের বিরুদ্ধে মামলা দিতে বলেন। পরে বাসুদেবপুর গ্রামের ভুক্তভোগি আখরুল ইসলাম বাদী হয়ে জহুরুল ইসলামসহ তার তিন সহযোগী বাবুল হক, মধু ও জেহের আলী কে আসামী করে মামলা দায়ের করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানের মুল হোতা জহুরুল কে গ্রেপ্তার করা হয়েছে। আরো দুই আসামী বাবুল হক, মধু ও জেহের আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।