একটু ছুঁয়ে দাও, কিছুটা ছুঁয়ে দেই
নাজমুল হাসান
একটি চুমুর ইতিহাস লেখা হয়ে থাক
নির্জন সন্ধ্যায়
বিপন্ন-বিষণ্নতায় লেখা হোক
রাঙা ঠোঁট, অপলক একজোড়া মায়াবী চোখ
মৃদু হাওয়ায় রচিত হোক
তোমার-আমার প্রণয়োপাখ্যান
এই মাতাল জোছনায় লেখা হোক
স্তন আর নাভির ইতিহাস…
Advertisement