“এসো খোলা মাঠে” – কামাল খাঁ’র ছড়া  

0
359
www.natorekantho.com

বাড়ির গাছের লেবুফুলের ঘ্রাণ আর সাথে সেই ছড়াটা দিচ্ছি। বসন্তে লেবুফুলীয় শুভেচ্ছা সবাইকে।

এসো খোলা মাঠে/ কামাল খাঁ 

লেবুর গাছে ফুল ফুটেছে শাদা
লেবুর আছে আলাদা মর্যাদা।
কিন্তু ফুলের কেউ রাখে না খোঁজ,
আমি কেবল ফুলকে দেখি রোজ।

ধানের আখের পাটের আছে ফুল
লতায় লতায় পুষ্পেরা খায় ঝুল।
বনে বনে নানান ফুলের বাহার,
মৌমাছিরা মধু করে আহার।

পথের পাশে ফাগুন এলে খোকা
দেখবে চেয়ে ভাঁটফুলেরি থোকা।
মাঠের অচিন ফুলকে ভালোবেসো
তুমি খোকা খোলা মাঠে এসো।

দেখবে আরো হরেক ঘাসে ঘাসে
ফুল ফুটে সব খিলখিলিয়ে হাসে,
চুপটি করে বো’সো তারি পাশে,
টেনে নিও গন্ধটা নিঃশ্বাসে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“তাঁর সাথে কথা হলো আজ “- কাজী আতীকের কবিতা
পরবর্তী নিবন্ধ“বিষন্ন পায়ের গল্প” – শাখাওয়াৎ নয়ন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে