“খুঁজে পেয়েছো কী?” কবি শাহিনা রঞ্জু‘র কবিতা

0
789
www.natorekantho.com

“খুঁজে পেয়েছো কী?”

কবি শাহিনা রঞ্জু

সত্তুর হাজার পর্দা দিয়ে
আড়াল করে রেখেছি
তাই এত কাছে থেকেও
তোমায় চেনা হইলোনা।
বন্ধু তোমায় অষ্টপ্রহর
আমি সংগে রেখেছি
তবু ভাজ খুলে একটিবারও
দেখা হইলোনা।
চার যুগের পর তুমি যদি
একবার দেখা দাও
দয়া করে শ্রীচরণে
একটু ঠাই মিলাও।
এই ভরষায় দীনহীন
আমি কান্দি দিবানিশি
জেনে বুঝেও মিথ্যে মায়ার
সংসার পেতে আছি।
প্রেমের দোহাই দিতেও আমার
আশংকা রয়েছে
পরখ করলে হেরে যাবার
আতংক রয়েছে
তাই বলে কি বন্ধু আমি
তোমায় পাবোনা
ভালবেসে দয়া করে
বিফল করোনা।
ওরে লালন ওরে হাছন
ওরে আমার বাউল আব্দুল করিম
ওরে আমার রাধারমণ
খুঁজে পেয়েছো কী।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“মুখোমুখি শেষ বিকেলে” কবি শাহানা আকতার মহুয়া‘ এর কবিতা
পরবর্তী নিবন্ধ“পৃথিবীর স্বর্গ মা” কবি আজিজা রুপা‘র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে