গুরুদাসপুরে বর্ষার আগেই নৌকার কেনা-বেচার ধুম

0
601
Boat, নৌকা

সন্দীপ কুমার, স্টাফ রিপোর্টার নাটোর কণ্ঠ:নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের নৌকা তৈরির কারখানাগুলোতে দেখা যায় নৌকা তৈরির ধুম। তৈরি করছে বিভিন্ন সাইজের নৌকা। এসকল নৌকা তৈরি হচ্ছে শিমুল, কাঁঠাল, মেহগনি, কালেক্টর, কড়ই, গোবরা জিবা, আম, কদম,বাটুলসহ আরো অন্যান্য গাছের কাঠ দিয়ে। এখনো আসেনি বর্ষার সু-বাতাস। বর্ষা আসবে বলে চলনবিলের জেলেরা নৌকা তৈরিতে ও মেরামত কাজে ব্যস্ত সময় পার করছেন। তাদের মনে এখন আনন্দ বিরাজ করছে। কেননা বছরের অন্য মাসগুলো তাদের যেমনি কাটুক তারা বর্ষার আগমনের অপেক্ষায় থাকে। কাঠের বেপারী মো.আইনুল মোল্লা বলেন, বছরের অন্য মাসগুলো ব্যবসা খুব খারাপ চলে। কারিগররাও খুব কষ্টে সময় পার করে। মাঝ বর্ষার সময় হলেও এখনো বর্ষার কোনো পানি চলনবিলে আসেনি। তারপরও বর্ষার পানি যে কোনো সময় আসবে বলে সব কারখানাগুলোতে চলছে নৌকা তৈরির কাজ এবং জেলেরা করছেন মেরামত।

ডাঃ আবুল হোসেন চক্ষু হাসপাতাল

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমেধাবী শিক্ষার্থী সুমাইয়া ডাক্তার হতে চায়!
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় ট্রলির ধাক্কায় এনজিও কর্মি নিহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে