ছদ্মবেশে জীবন জীবীকা
কবি আনিছুর রহমান
আলো আঁধারিত মিথ্যে এই জীবন
গল্পে শুধু কষ্ট আর কষ্ট!!
কারণ, চাওয়া পাওয়ার যোগফল মিথ্যে।
যেখানে সুখের প্রার্থনা গুলো-
দুঃখের পেয়ালাতে জল হয়ে রয়ে যায়
সফলতার চেয়ে বিফলতাই বেশি।
বিষদ চাহনীতে জলছাপ
হাসিকান্নায় লুকোচুরি।
উর্বর হয়েও অনুর্বর…
সংজ্ঞায়িত নয় এ যেনো অসংজ্ঞায়িত অনুভব।
ভাবনা আর স্বপ্ন গুলো অভিপ্রেত;
অন্ধকার বিনুনিতে নিছক ঘুম ভাঙ্গায়।
তেমনি আকাঙ্ক্ষা গুলো জলের অতলে তলান্বিত
স্বপ্নের সিঁড়ি ঠেলে দিন শেষে তন্দ্রা হারায়।
পরিপূরক নয়
এখনো যেনো অপরিপূরক প্রাণ।
সবাই চাহে অবহেলে
চোখমেলে মনভুলে।।
অনুভূতি গুলো যেনো অপ্রকাশিত শব্দ বিন্যাসে
মূচকি হাসে!!
হয়তো বা সমসাময়ীকি……
তাই,
আমার সংজ্ঞায়িত অনুভবের অভিযোগ গুলো
না হয় অপূর্ণতার দেয়ালে সব তুলে রেখে দিলাম।
মূল্যহীন স্বপ্নের কাল্পনিক রাজ্যে আর ফিরবোনা
কারণ, চাওয়া পাওয়ার যোগফল মিথ্যে।