জ্ঞানী যখন উল্টো পথে -কবি শফিকুল আলম‘এর কবিতা

0
673
Nurnaher Nipa

জ্ঞানী যখন উল্টো পথে

কবি শফিকুল আলম

কবি যখন নেতা হয়ে বাজায় একই বীণ,
মানব জাতি একদিন তারে করে ভীষণ ঘৃণ।
আজকে কবি কালকে নেতা ক্রান্তিকালে চুপ
আবার দেখি সজিব সময় দেখাই শুভ রূপ।

বাটপারেরদল __ কবি ওরা বলে বড় কথা,
অন্যায় দেখে চুপসে থাকে সুযোগ বুঝে যথা।
কবি নজরুল রবীন্দ্রনাথ ওরাও ছিলো কবি
অন্ধকারে বন্ধ ঘরে দেখো ——নিজের ছবি।

কতটা আজ ক্রান্তিলগ্ন মানুষ মরে ধুঁকে,
কষ্ট তাদের নিত্য সাথী ধারণ করে বুকে।
সত্য কথা বলবে যারা উল্টা কলম চলে,
সত্য-মিথ্যা ঢাকাঢাকি মিথ্যা ব্রেকিং বলে।

নেতার সাথে করে কবি মিথ্যা কথার সন্ধী,
আর না হলে নেতা তারে করে জেলে বন্দী ।
প্রশাসনিক নেই যে বাঁধা পাচ্ছে অনেক টাকা,
সাংবাদিকরা উল্টা লেখে ঘুরাই জীবন চাকা।

শিক্ষাগুরু____ চুপিচুপি নেতা হতে চাচ্ছে,
শিক্ষাদীক্ষা রেখে তারা নেতার বাসায় খাচ্ছে
মোল্লারাও মিলাদ পড়ে নেতার বাড়ি গিয়ে,
সুযোগ পেলে তারাও করে নেতার বেটি বিয়ে

চিকিৎসকরা কষ্টের ভয়ে মারে মানুষ জ্যান্ত,
রাজনীতি এ দাবাখেলায় তারা নেই যে ক্ষ্যন্ত
অর্থশালী পুঁজি বুঝে রাতারাতি ——নেতা,
সব ক্ষমতা হস্তে আনে উঠে পেটের ব্যাথা।

সবচে বেশি লাভবান হয় অর্থশালী ব্যক্তি,
গরিব মরে কেঁদেকেঁদে পা-চাটাদের ভক্তি।
মানুষ যদি জেগে উঠে দিবে যে সব রূখে
মরে শোষক সব হারিয়ে রাষ্ট্র থাকে সুখে।

ব্যবসা করে ব্যবসায়ীরা মরে গরীব কষ্টে,
পুঁজিবাদী অর্থনীতি মরে মানুষ__নষ্টে।
সরকারী ঐ আমলা-কামলা আছে বহুত সুখে
রাজার নীতি কায়েম নামে অভাবীরা দুখে।

১৭ এপ্রিল ২০২০ খ্রিস্টাব্দ

Advertisement
উৎসNurnaher Nipa
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় টিসিবির পণ্য বিক্রিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব
পরবর্তী নিবন্ধফরমালিন মুক্ত খাবার চাই -নূর নাহার নিপা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে