দ্বারগুলো সব বন্ধ রেখো -কবি মৌ সাহা‘এর কবিতা

0
452
Mou Saha

দ্বারগুলো সব বন্ধ রেখো

কবি মৌ সাহা

পাপ-পূণ্যের হিসাব না হয় শিকেয় দিলাম তুলে,
ধরিত্রী আজ কলুষিত বিষাক্ত নীল গরলে।
করোনা নামক মহামারী ছড়িয়ে গেছে সারা বিশ্বে,
কোভিড-১৯ ভাইরাস আছে প্রতিটি নিঃশ্বাসে।
আতংক নয় সবাইকে হতে হবে সচেতন,
থেকোনা আর কেউ অচেতন।
কেউ জানেনা এই জীবাণুর কারণ,
অহেতুক গুজবে কান দেওয়াও বারণ।
ঘরের দ্বারগুলো সব বন্ধ রেখো,
কিছুদিন না হয় এভাবেই জগৎটাকে দেখো।
দীর্ঘদিন কষ্টকরে প্রিয়জন ছেড়ে ছিলে প্রবাসে,
দেশে এসেও থেকোনা সবার আশেপাশে।
সময় থাকতে হয়ে যাও সাবধান,
নিয়ম মেনে চললেই হবে সব সমাধান।
নিজে বাঁচুন,দেশের মানুষকে বাঁচান,
এটাই হোক প্রত্যেকের শ্লোগান।

লেখা:- ৩০/০৩/২০২০ ইং

Advertisement
উৎসMou Saha
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে পলক
পরবর্তী নিবন্ধনাটোরের ২০০১ এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের খাবার সামগ্রী বিতরন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে