আর, ইসলাম, বাগাতিপাড়া,নাটোরকন্ঠ: নাটোরের বাগাতিপাড়ায় মালঞ্চি,তমালতলা, সালায়নগর মোড় ও জামনগর বাজারে মোট ১৪ দেকানে মোট ৭০০০/ টাকা জরিমানা করেন বাগাতিপাড়া নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল। সরকারি নিষেধ অমান্য করে চায়ের দোকান মুদি দোকান, খোলায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল সহ বাগাতিপাড়া মডেল থানার এস আই, মোঃ রাকিবুল ইসলাম রাকিব এসে ওই দোকান গুলোকে জরিমানা করেন। তিনি বলেন মহামারী প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস সংক্রমন ও প্রতিরোধে উপজেলার প্রতিটি ইউনিয়নের হাটবাজার ও গ্রামে গ্রামে,জনসচেতনতা তৈরী, সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মাইকিং, দুরত্ব বজায় রেখে বিভিন্ন স্থানে দাড়িয়ে জনগনকে ঘরে রাখতে চালিয়ে যাচ্ছেন তার কার্যক্রম। সরকারি নির্দেশনায় দ্রব্যমুল্য বৃদ্ধিরোধে নিয়মিত হাটবাজার মনিটরিং,অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা সহ অন্যান্য শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করছেন তিনি।
নাটোরের বাগাতিপাড়ায় সরকারি নির্দেশ না মানায় ১৪ দোকানীর জরিমানা
Advertisement