নাটোরের বাগাতিপাড়ায় সরকারি নির্দেশ না মানায় ১৪ দোকানীর জরিমানা

0
773
Mobial-court

আর, ইসলাম, বাগাতিপাড়া,নাটোরকন্ঠ: নাটোরের বাগাতিপাড়ায় মালঞ্চি,তমালতলা, সালায়নগর মোড় ও জামনগর বাজারে মোট ১৪ দেকানে মোট ৭০০০/ টাকা জরিমানা করেন বাগাতিপাড়া নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল। সরকারি নিষেধ অমান্য করে চায়ের দোকান মুদি দোকান, খোলায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল সহ বাগাতিপাড়া মডেল থানার এস আই, মোঃ রাকিবুল ইসলাম রাকিব এসে ওই দোকান গুলোকে জরিমানা করেন। তিনি বলেন মহামারী প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস সংক্রমন ও প্রতিরোধে উপজেলার প্রতিটি ইউনিয়নের হাটবাজার ও গ্রামে গ্রামে,জনসচেতনতা তৈরী, সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মাইকিং, দুরত্ব বজায় রেখে বিভিন্ন স্থানে দাড়িয়ে জনগনকে ঘরে রাখতে চালিয়ে যাচ্ছেন তার কার্যক্রম। সরকারি নির্দেশনায় দ্রব্যমুল্য বৃদ্ধিরোধে নিয়মিত হাটবাজার মনিটরিং,অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা সহ অন্যান্য শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করছেন তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসরকারী সিদ্ধান্ত উপেক্ষা করে বাগাতিপাড়ায় বিদ্যূৎ বিলে বিলম্ব ফি নেয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধছাত্রভর্তি,যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ,পরিস্কারের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখা যাবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে