নাটোরের বড়াইগ্রামে মনোনয়ন প্রত্যাহার করলেন দুই চেয়ারম্যান প্রার্থী

0
151
ইউপি নির্বাচন

নাটোর কন্ঠ : নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও এবং জোয়াড়ী ইউয়িন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন দুই প্রার্থী। শনিবার তারা আবেদনের মাধ্যমে নিজ নিজ মনোনয়ন প্রত্যাহার করেন।

প্রত্যাহারকারীরা হলেন মাঝগাঁও-এ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সামাদ ব্যাপারী ও জোয়াড়ী ইউনিয়নে বিএনপি নেতা মোঃ আবু ইউনুস আনোয়ার। রিটার্নিং অফিসার মোঃ ফেরদৌস আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুস সামাদ ব্যাপারী ও আবু ইউনুস আনোয়ার বলেন, দলীয় সিদ্ধান্ত এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশে তারা নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তারা আরও বলেন, ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত এবং মনোনয়ন প্রাপ্তি সাপেক্ষে নির্বাচনে অংশ গ্রহণ ও বিজয় নিশ্চিত করবো ইনশাল্লাহ। এ বিষয়ে নিজ নিজ কর্মী, সমর্থকদের প্রতি দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক সাইফুল পেলেন লাইভস্টক অ্যাওয়ার্ড
পরবর্তী নিবন্ধনাটোরে ৯ হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস : ১ লাখ ২০ হাজার টাকা জরমিানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে