নাটোরে ৯ হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস : ১ লাখ ২০ হাজার টাকা জরমিানা

0
113
nATORE KANTHO

নাটোর কন্ঠ : নাটোররে গুরুদাসপুরে অভিযান চালিয়ে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ ও দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরমিানা করেছে জেলা ভােক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তর। গতরাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র‌্যাব নাটোর ও জেলা ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তর এ অভযিান পরচিালনা করে।

নাটোর র‌্যাব ক্যম্পের কোম্পানি কমান্ডার অতরিক্তি পুলিশ সুপার ফরহাদ জানান, ‘উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় মের্সাস ভাই ভাই গুড় কারখানার স্বত্বাধিকারী মাে.দোলােয়ার হোসনেকে ভোক্তা অধকিার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা এবং

একই এলাকার মের্সাস আজিজ সোনার গুড় কারখানার স্বত্বাধকিারী মো. সুজন সোনাকে ২০ হাজার টাকা জরমিানা করেন। এ সময় ৯ হাজার কেজি ভেজাল গুড়, ১৮ হাজার কেজি ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। পরে জব্দ করা ভেজাল গুড় ও দ্রব্যগুলাে ধ্বংস করা হয়।’

ভোক্তা অধদিপ্তররে সহকারী পরচিালক মহেদেী হাসান তানভীর জানান, ‘জনর্স্বাথে এ ধরনরে অভযিান অব্যাহত থাকবে।’

 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে মনোনয়ন প্রত্যাহার করলেন দুই চেয়ারম্যান প্রার্থী
পরবর্তী নিবন্ধনাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ : মিছিল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে