নাটোরে ছবি প্রতিযোগিতায় পুরস্কার পেলেন সাংবাদিক খান মামুন
নাটোর কণ্ঠ: বেশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাধীনতা চত্বরের ছবি তোলা প্রতিযোগিতার ঘোষণা দেন নাটোরের পরিচিত মুখ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল। সেই ডাকে সাড়া দিয়ে অনেকেই তাদের তোলা ছবি দিয়ে পোস্টে ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরইমধ্যে তিনি সব ছবিকেই পুরস্কৃত করেছেন। পাশাপাশি সবচেয়ে সুন্দর এবং প্রথম স্থান অধিকারীকে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন, যা নাটোর মুক্ত দিবসে স্বাধীনতা চত্বরে পুরস্কার প্রদান করবেন। সবার সম্মতিক্রমে এবং বিবেচনায় আমাদের নাটোরের সবার প্রিয় ছোট ভাই সাংবাদিক মামুন খানের ছবি প্রথম স্থান অধিকার করে। আজ দুপুরে তার হাতে পুরস্কার তুলে দেন সৈয়দ মোস্তাক আলী মুকুল।
এ সময় খান মামুন তার নিজের ভাললাগার অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে বলেন, যে কোনো পুরস্কারই কাজের প্রতি দায়িত্বটা বাড়িয়ে দেয়।স্বাধীনতা চত্বর,নাটোরের ছবি তুলে সকলের বিবেচনায় সর্বোচ্চ সুন্দর ছবি নির্বাচিত হয়েছে আমার ছবি। সম্মানিত বোধ করছি, খুবই অনুপ্রাণিত বোধ করছি।আমার হাতে পুরস্কার তুলে দেন আমার শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই মোস্তাক আলী মুকুল ভাই।মুকুল ভাইয়ের নামে তেমন কিছু বলবো না কারণ নাটোরের মানুষ খুব ভালোভাবে জানেন তিনি কেমন মানুষ। মুকুল ভাইয়ার সম্পর্কে লিখে শেষ করা যাবেনা।তিনার কাছে এসে কেউ খালি হাতে কখনো ফিরে গেছে এমনটা আমি আজও শুনি নাই। মুকুল ভাই যতদিন স্টেডিয়ামে দায়িত্বে ছিলেন খেলার মাঠগুলো তেমনি মুখরিত ছিলো আর ইয়ান জেনারেশন এর আইকন বলা যায় মুকুল ভাইকে । ধন্যবাদ প্রিয় ভাই এমন দিবসে এমন সুন্দর আয়োজন করার জন্য। আর এইসাথে ধন্যবাদ জানাই যিনারা আমায় বিজয়ী করতে সহযোগিতা করেছেন একিসাথে সকলকে শুভেচ্ছা। সকলে আমার জন্য দোয়া করবেন।