বাবা -ছন্দা দাশ‘এর ছড়া

0
381
Chhanda Das

ছড়া : বাবা

ছড়াকার : ছন্দা দাশ

সেই যে বাবা যুদ্ধে গেল
আর এলোনা ফিরে
স্বপ্ন আমার মিলিয়ে আসে
কেবল ধীরে ধীরে।
আসবে বাবা বলেছিল
সূর্যটাকে নিয়ে
সূর্য ঠিকই আসলো শুধু
বাবাকে না নিয়ে।
বাবা ছাড়া একলা ঘরে
মন যে কেমন করে
সবার বাবা আছে শুধু
আমার বাবাই মরে।
রাত পোহালে ভাবি বাবা
আসবে বীরের বেশে
কোলে নিয়ে বলবে খোকা
আমরা স্বাধীন দেশে।
দিন ফুরালে সন্ধ্যাকাশে
আঁধার যখন আসে
ভূবন জুড়ে আমায় ঘিরে
বাবার গন্ধ ভাসে।

Advertisement
উৎসChhanda Das
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ছবি প্রতিযোগিতায় পুরস্কার পেলেন সাংবাদিক খান মামুন
পরবর্তী নিবন্ধতাহার নামে চিঠি -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে