নাটোরে ছাত্রলীগের বিক্ষোভ

0
201

নাটোরকন্ঠ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও দলীয় পতাকা পোড়ানোর প্রতিবাদে নাটোরে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে শহরের মিশন হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক ধরে হরিশপুর বাইপাস মোড়ে এসে শেষ হয়।

সেখানে এক পথসভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র লীগের জেলা উপজেলা এবং পৌর কমিটির নেতৃবৃন্দ। পথ সভায় বক্তারা ধর্ষণ এবং নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সেই সঙ্গে যারা এই ধর্ষণ এবং নারী নির্যাতন কে কেন্দ্র করে সারা দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি পোড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। মিছিলে আওয়ামী লীগ যুবলীগ এর নেতৃবৃন্দও অংশ গ্রহণ করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঅধরা -কবি মুতাকাব্বির মাসুদ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধশুভ জন্মদিন জলিদি, অনেক অনেক শুভকামনা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে