নাটোরে দু’দল এসএসসি পরীক্ষার্থীর মধ্যে মারামারি

0
385

নাটোর কন্ঠ : নাটোরে মাধ্যমিক পরীক্ষা শেষে দু’দল এসএসসি পরীক্ষার্থীর মারামারিতে একজন আহতমধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে শহরের উপরবাজার এলাকায়-

মহারাজা জে এন হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্র সংলগ্ন সড়কে এই সংঘর্ষের ঘটনায় আসিফ মন্ডল (১৬) নামে এক শিক্ষার্থী আহত হয়। সহপাঠিরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে।

প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়,আজ বুধবার মহারাজা জে এন হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময় সিট ব্রেঞ্চে বসা নিয়ে ছাতনী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আসিফ মন্ডলের সাথে পাশে বসা নওপাড়া উচ্চবিদ্যালয়ের এক ছাত্রের বিরোধ হয়।

পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর তাদের দুজনের মধ্যে কথাকাটাকটি হয়। এসময় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্র ইট দিয়ে আসিফ মন্ডলের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়।

মহারাজা জে এন হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, “ঘটনাটি দুঃখজনক। ঘটনাটি কেন্দ্রের বাহিরে হওয়ায় কিছুই জানতে পারেননি।’’

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, “এবিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের জয় সহ বাংলাদেশী ২৩ নাবিক সোমালিয়ার জলদস্যুদের কবলে
পরবর্তী নিবন্ধনাটোরে বিএনপি নেতাকে পি.টি.য়ে জ.খ.ম করে দু.র্বৃ.ত্ত.রা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে