নাটোরে নিত্য পন্যের মূল্য নিয়ন্ত্রনে বাজারে জেলা প্রশাসনের অভিযান
নাটোর কণ্ঠ:
রমজানে নিত্য পন্যের মূল্য নিয়ন্ত্রনে বাজারে অভিযান চালিয়েছে প্রশাসন।জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের নেতৃত্বে দুপুরে নাটোর শহরের বড়বাজার হিসাবে পরিচিত নিচাবাজার পরিদর্শন করে প্রশাসনের কর্মকর্তারা।এসময় বেগুন ও পটল ছাড়া মাছ,মাংশ,ডিম,পেঁয়াজ সহ প্রায় সকল পন্যের মূল্য স্বাভাবিক দেখা যায়।অযথা দব্রমূল্য না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তবে বাজারে মানুষের উপচেপড়া ভিরে শারীরিক দূরত্বে বিধি নিষেধ ভেঙ্গে পড়েছে।
Advertisement