নাটোর কন্ঠ : নাটোরে ১ কেজি ২৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব। গত শনিবার রাত সাড়ে আটটার সময় নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়েেকর একডালা বাবুর পুকুর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকৃকত ব্যক্তি বগুড়া জেলার কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে মোঃ মাসুম (৩৫)। র্যাব জানায় আটককৃত হেরোইনের মূল্য প্রায় এক কোটি উনত্রিশ লক্ষ টাকা।
র্যাব জানায় , র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যে জানাতে পারে একটি যাত্রীবাহী বাসে একজন ব্যক্তি মাদক নিয়ে রাজশাহী থেকে নাটোরের দিকে যাত্রীবাহী বাসে রওনা হয়েছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নাটোর সদর উপজেলার বাবুর পুকুরপাড় এলাকার বনলতা ফিলিং ষ্টেশন এর সামনে মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে। রাত্রী সাড়ে আটটার দিকে চেক পোস্টের সামনে যাত্রীবাহী বাস মাছরাঙ্গা পরিবহন পৌঁছিলে বাসটিকে থামানোর সিগন্যাল দেওয়া হয়।
এসময় একজন যাত্রী বাসের মূল দরজা দিয়ে নেমে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মাসুমকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে পেচানো (পরিহিত লুঙ্গির নিচে) একটি সোয়েটারের ছেড়া হাতার ভিতরে বিশেষভাবে রক্ষিত ৭টি স্বচ্ছ সাদা রংয়ের পলিথিন ব্যাগে ১ কেজি ২৯০ গ্রাম হেরোইন উদ্ধার করে ।
যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ঊনত্রিশ লক্ষ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানায়, সে অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করিয়া নাটোর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসছে। সে আরো জানায় যে, হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে সে পাবনার দিকে নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আটক মাসুমকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাদ্যমে রবিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।