নাটোরে ৪৮০০ লিটার পাম ওয়েল উদ্ধার : ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

0
295

নাটোর কন্ঠ : নাটোরের সিংড়া উপজেলার তেমুক নওগা বাজার থেকে অবৈধভাবে মজুদ করা, এক ব্যবসায়ীর গুদাম থেকে ৪৮০০ লিটার পাম ওয়েল উদ্ধার করা হয়। রোববার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে এসব পাম ওয়েল জব্দ করেছে। পরে ব্যবসায়ী বিমল চন্দ্র সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ জানান, পুর্বের ১৩৩ টাকা কেজি দরে কেনা এসব পাম ওয়েল সিংড়া বাজারের ব্যবসায়ী বিমল চন্দ্র সাহা তেমুক নওগা বাজারে তার গুদামে অবৈভাবে মজুদ করে রেখে বেশী দামে বিক্রি করছেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালিয়ে তার গুদামে মজুদ ২২ ব্যারেল (ড্রাম) অথাৎ ৪৮০০ লিটার পাম ওয়েল উদ্ধার করা হয়। এসময় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত পাম ওয়েল তেমুক বাজারে সাধারন ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা প্রদান
পরবর্তী নিবন্ধনাটোরেও গরম বাতাসে পুড়েছে হাজারো কৃষকের কপাল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে