“প্রান্তিক বোধ”
কবি কাজী আতীক
যদিও এক নির্বোধ বিপণন বাসনায়
সময়ের সাথে পাল্লা দেয় বিভ্রম কুহক,
জাগায় লিপ্সা অভিলাষ, যদিও জানে সবাই-
জলের গভীরেও থাকে নিযুত মুক্তোহীন ঝিনুক,
তারপরও- খোঁজে নেয় পথ অনুষঙ্গ বিভ্রাট,
কেনোনা- খুব কাঁচে থেকেও যদি দেখো,
দেখতে পাবে তার বহিরঙ্গের মুগ্ধ কারুকাজ,
যদিও অগোছালো পথেও ভীষণ
পরিপাটি পা ফেলে পরিপূরক বোধেরা হাঁটে,
হয়তো তুমি ঠিক বোঝতে পারো না,
যেমন অপলক চোখ জানালার গ্রিল গলে
নিভাঁজ খোলা এক নীল প্রেমপত্র যেনো,
প্রজাপতি ডানার কারুকাজে অনুরাগ এঁকে
দিগন্ত আড়াল থেকে উদয়ের সূর্য-
শুধু খোলা চোখ অপলক পেতে পারো তুমিও
উৎস আলোর উদ্ভাস- প্রাণ সঞ্চারের স্পর্শ।
(নিউ ইয়র্ক, ১০ নভেম্বর ‘২০১৯)
Advertisement