বাঁশপাতা গাছ -বেনুবর্ণা অধিকারী

0
1336
বেণুবর্ণা অধিকারী

বেনুবর্ণা অধিকারী : বাঁশপাতি বা বাঁশপাতা গাছ (বৈজ্ঞানিক নাম: Podocarpus neriifolius) হচ্ছে পডোকারপাসি পরিবারের একটি উদ্ভিদ। আমরা গ্রুপ থেকে লাউয়াছড়া বনে একবার গিয়েছিলাম তখন সেখানকার সংরক্ষিত নার্সারিতে এই গাছের দেখা পেলাম।

বেণুবর্ণা অধিকারী

এই গাছ উষ্ণমণ্ডলীয় এবং উপউষ্ণমণ্ডলীয় অঞ্চলের হালকা জলজ বনে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫০ থেকে ১৬০০ মিটার উচ্চতায় জন্মায় কিন্তু এই দেশে এই গাছ মহা বিপন্ন অবস্থায় পৌঁছেছে। এর কোনো ফুল-ফল হয় না, এর বীজ নগ্নভাবে থাকে। সাধারণত এর ব্যবহার হয় পেন্সিল, স্কেল, ফটোফ্রেম ও খেলনা তৈরিতে।

বেণুবর্ণা অধিকারী

এই কারণেই অবহেলিত হয়ে এটা ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে। বনসাঁই শিল্পীদের কাছেই এর কদর কিছুটা আছে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে জন্মে। মেঘালয়, আসাম, সিকিম, জাভা, আন্দামান দ্বীপপুঞ্জ ও সুমাত্রাসহ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াতে এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-৪ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

Advertisement
উৎসবেণুবর্ণা অধিকারী
পূর্ববর্তী নিবন্ধকবি নাসিমা হক মুক্তার একগুচ্ছ কবিতা
পরবর্তী নিবন্ধবিদায়ের নতুনধারা-কবি এম আসলাম লিটনের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে