বাগাতিপাড়ায় হিন্দু পরিবারে খাদ্য সমগ্রী বিতরণ করলেন এমপি

0
751
MP

 সেলিম অাহমেদ, বাগাতিপাড়া, নাটোরকন্ঠ: : নাটোরের বাগাতিপাড়া পৌরসভার দরীদ্র ও কর্মহীন হিন্দু পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার লক্ষনহাটি (কামার পাড়া) ও পেড়াবাড়ীয়া ( সুইতারপাড়া) সহ স্থানীয় বাজারে বসবাস রত ডোমপাড়ায় এসব সামগ্রী পৌছে দেন নাটোর -১ ( লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপির সহোদর ও বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। খাদ্যসামগ্রী হস্তান্তরের সময় এমপি ও উপজেলা চেয়ারম্যান সকল অধিবাসীদের ঘরে থাকার আহবান জানান যাতে চলমান প্রানঘাতী করোনাভাইরাস সংক্রমন ও বিস্তাার ঘটতে না কারে। বিশ্বব্যাপী এই দুর্যোগের সময় প্রানঘাতী করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকলকে ঘরে থাকার পরামর্শ দিতে লালপুর বাগাতিপাড়ার প্রত্যন্ত অঞ্চলে দিনরাত পরিশ্রম করে চলেছেন এমপি শহিদুল ইসলাম বকুল। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর শ্রমজীবী মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন, এলাকার একটি মানুষ না খেয়ে থাকবে না।অামি বকুল যদি খেয়ে থাকি তাহলে অপনারাও খাবেন।প্রত্যেকটি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজ খবর নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে প্রত্যেককেই সুবিধা মধ্যে নিয়ে আসা হবে। তাই বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যেতে সকলকে অনুরোধ করেন তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় প্রতিপক্ষের হামলায় আহত-২,আটক-১
পরবর্তী নিবন্ধমাতামহী -কবি সুপ্তি জামান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে