“বিকারে-ধিক্কারে”- সৌমেন্দ্র দত্ত ভৌমিকের কবিতা

0
320
সৌমেন্দ্র

বিকারে-ধিক্কারে
সৌমেন্দ্র দত্ত ভৌমিক

ধিক্! ধিক্! ধিক্!
নিজের ভেতর জঞ্জালগুলো সরিয়ে
কোথায় মানবিক?
দত্যি-দানোরা ধুনুচি হাতে তাণ্ডব-নাচনে
মশগুল ভারী গভীর অতলতলে,
নগ্নতা শুয়ে সটান উলঙ্গ সভ্যতায়
চক্ষু জোড়ায় মগ্ন ধরাতলে।
পাশবিক জগত জড়িয়ে ধরে আষ্টেপৃষ্টে
অক্টোপাসের মতন তীব্র বাঁধনে-
তপ্ত নিঃশ্বাসের ভাপ আপাদমস্তক জুড়ে,
কামনারা তখন শুধুই জৈবিক।

জৈবিকতার মধ্যে অসুখের সুখটাই যেন
মহার্ঘ সাতনরী হার-
কত না পৌরুষেয় মাতলামী রক্ত-চলাচলে,
কতটা অধঃপতনে মন আর হুঁশটাই ছারখার।
ধিক্! ধিক্! ধিক্!
অন্তরের আত্মার মুখে লাগাম পরিয়ে
অমানুষকে এবার মানুষটা চিনে নিক।

শ্রীরামপুর,হুগলি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“চিত্তের ফুল” কবি শিরিন আফরোজ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“চিঠি”- মনির জামান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে