ভুলতে পারি না – মনির জামান
তোমাকে বিদায় বলতে পারিনি কখনও
কেবল তোমার দক্ষিণ হাত
স্মৃতির পেণ্ডুলাম হয়ে
দোলা দিয়ে গেছে বুকের খাঁচায়
অসংখ্য বসন্ত রাত্রির গভীরে
“চোখ গেল” ডাকা কোকিলের অনুযোগ
আশ্চর্য হাহাকার জাগিয়ে দিয়ে যায়
আমি ভুলতে পারি না
ভুলতে পারি না
ঘন বৃষ্টিতে ভেজা তনু ও গাছ
যার সবটুকুই আমি ভালোবাসি
কখন-ই আমি তোমাকে বিদায় বলতে পারিনি।
Advertisement