ভুলতে পারি না – মনির জামানের কবিতা

0
711
monir

ভুলতে পারি না – মনির জামান

তোমাকে বিদায় বলতে পারিনি কখনও
কেবল তোমার দক্ষিণ হাত
স্মৃতির পেণ্ডুলাম হয়ে
দোলা দিয়ে গেছে বুকের খাঁচায়
অসংখ্য বসন্ত রাত্রির গভীরে
“চোখ গেল” ডাকা কোকিলের অনুযোগ
আশ্চর্য হাহাকার জাগিয়ে দিয়ে যায়
আমি ভুলতে পারি না
ভুলতে পারি না
ঘন বৃষ্টিতে ভেজা তনু ও গাছ
যার সবটুকুই আমি ভালোবাসি
কখন-ই আমি তোমাকে বিদায় বলতে পারিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“মানুষ পৃথিবীর কেন্দ্র নয়”-মলয় রায়চৌধুরী’র কবিতা
পরবর্তী নিবন্ধকরোনা -কবি মো.নজরুল ইসলাম‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে