লালপুর ওয়ালিয়া ইউনিয়নের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

0
652
Lalpur

সংবাদদাতা, লালপুর, নাটোরকন্ঠ: নাটোর লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে । আজ শনিবার সকালে ইউনিয়ন পরিষদ এর মিলাতয়াতনে ১ কোটি ৯৬ লাখ ২৫ হাজার ৪শ ১০ টাকার  বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ সচিব আরিফুল ইসলাম । বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে এ বাজেট সভা অনুষ্ঠিত হয় ।

এবছর ঘোষিত বাজেটে আগামী অর্থ বছরে আয় ধরা হয়েছে ১ কোটি ৯৬ লাখ ২৫ হাজার ৪শ ১০ টাকা । আর ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার৫শ ১০ টাকা । এছাড়া উদ্ধৃত্ত ধরা হয়েছে ১লাখ ৭৪ হাজার ৯ শ টাকা । ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে এই বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথী লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, বিশেষ অতিথী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর উত্তরা গণভবনের ঐতিহাসিক ঘড়িটি ভেঙ্গে গেছে
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামের মুক্তিযোদ্ধার স্ত্রী’ হনুফা বেওয়া বীরঙ্গনা খেতাব পেলেও পায়না ভাতা !

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে