শ্রাবণ বন্দনা
কবি শ্রাবণী গুপ্ত
জুন মাস এলেই কেমন মেঘ জমে আমার মনে
আকাশের অবস্থাও ভালো নয় দেখেই
আজ আবার ঘরমুখো হলাম আমি
এরপর তো কেবলই শ্রাবণধারা….
ফেরার পথে দেখলাম চৌরাস্তার মোড়ে কিসের যেন গুঞ্জন
কোন্ ঘরমুখো নাবিক পথ হারিয়েছে মাঝ সমুদ্রে
সদর দরজায় পোষা কুকুরটাও বিষণ্ণ
সেও কি বুঝে গেছে এটা জুন মাস?
Advertisement