হিড়িক
ছড়াকার ভাস্কর বাগচী
চারিদিকে পরেছে নাকি?
চাউল চুরির হিড়িক!
মনের কথা প্রকাশিতে
লিখলাম এ লিরিক!
চাউল চোর ধরেই দেখি
হচ্ছে,
ফটো সেশন!
আরে বাবা!
করুন
ফটো সেশান,
তবে-
আচ্ছা মত প্যদান!
নিরন্নের এই অন্ন চোর গুলি!
কি করে থাকে?
জন প্রতিনিধি।
ইচ্ছা করে,
এই ব্যটাদের উল্টা করে ঝোলাই;
জনতা কে সাথে নিয়ে,
লাগাই
গন ধোলাই।
ভাস্কর বাগচী ১১/০৪/২০২০ নাটোর
Advertisement