জাহিদ হাসান : হত্যা মামলার ২২ বছর পর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে, বড়াইগ্রাম থানা পুলিশ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১ উত্তরা, ঢাকার সহযোগিতায়, বড়াইগ্রাম থানার এ এস আই/(নিঃ) মোঃ ফরিদুল ইসলাম এর-
নেতৃত্বে অভিযান চালিয়ে, গত ১৪ মার্চ ২০২৪ রোজ বৃহস্পতিবার গাজীপুরের মৌচাক এলাকা হতে দীর্ঘ ২২ বছর যাবৎ পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লেলিন রিপন’ নামে ১ জন আসামী’কে গ্রেফতার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।
২০০২ সালে মিরপুর-১২ পল্লবী থানাধীন ক্লাসিক গামেন্টসে সুইং অপারেটরদের সাথে কাটিং অপারেটারদের আন্তঃ কলহে মারামারির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সুইং অপারেটরগণ একজন কাটিং অপারেটরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে।
পরবর্তীতে উক্ত ঘটনায় ডিএমপি ঢাকার পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। উক্ত ঘটনার পর হতে আসামী দীর্ঘ ২২ বছর পলাতক ছিল। মামলার বিচার শেষে বিজ্ঞ আদালত আসামী লেলিন রিপন’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করে।
এরই ধারাবাহিকতায় ১৪ মার্চ ২০২৪ ইং তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পল্লবী থানার মামলা নং-৪২ (১১) ২০০২, বিশেষ দায়রা মামলা নং- ১২৬/২৩,
ধারা- ৩২৩/৩২৫/৩০২/৩৪ পেনাল কোড এ যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী লেলিন রিপন গাজীপুর কালিয়াকৈর মৌচাক এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লেলিন রিপন (৪৩) আটক করা হয়,
আটকৃত লেনিন রিপন বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মিঃ ফিটালিশের ছেলে, গ্রেফতারকৃত আমামীকে পুলিশ স্কটের মাধ্যমে নাটোর সদর কোর্টে চালান মোতাবেক প্রেরন করা হয়েছে।