অদৃষ্ট -আলাউদ্দিন জালাল‘এর কবিতা

0
317

অদৃষ্ট

আলাউদ্দিন জালাল

হারিয়েছি বিরাগে তোমায়
ভেঙেছি হৃদয় অনিরূদ্ধ
পারিনি খন্ডন করিতে ভাষ্য,
পতনে অভ্যস্ত ন্যাকাবোকা তাই।
বিভাজনের নীতির গল্পটা শুনেছি ভোগে
সাম্রাজ্য, ভুরু কুঁচকে মেঠো পথ ধরে,
হাহারি বাহারী মোড়কে, বিশ্বাসটি অসাধারণে,
সততাকে ধিকৃত আর বলবো না উচিৎ..।
পঞ্চ বটে, নচ্ছারটার গতিপথ কোন কোণে,
উদিত রশ্মি, ঘনিষ্ঠ মিত্র অনুরাধায় হেরিয়েছি কলিতে,
তুষ্টিবিধানে জ্ঞান মহাকালে অশিষ্ট মন্তব্যে তুমি,
ঊষাই খুঁজেছি আজি দুরন্তর পানে তোমায়ভাগ্য।
জানি নিন্দিত হবে সেই চিন্তায়িত পথিক,
ভাভিলভ জানা নেই নিয়তি নিশ্চয়ই।

Advertisement
উৎসAlauddin Zalal
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে মডেল পেস্টিসাইড শপের শুভ উদ্বোধন
পরবর্তী নিবন্ধনাটোরে যুবক গু.লি.বি.দ্ধ!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে