নাটোরের বড়াইগ্রামে মডেল পেস্টিসাইড শপের শুভ উদ্বোধন

0
201

জাহিদ হাসান : নাটোরের বড়াইগ্রামে মডেল পেস্টিসাইড শপের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আহমেদপুর বাজারে মেসার্স সাদেক এন্টারপ্রাইজে মডেল পেস্টিসাইড শপ হিসেবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ,উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-

অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কল্যাণ প্রসাদ পাল, বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বৃন্দ, উপসহকারী কৃষি অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার প্রমুখ।

নাটোর জেলায় বড়াইগ্রাম উপজেলাতে এই প্রথম মডেল পেস্টিসাইড শপের কার্যক্রম উদ্বোধন করা হলো ।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা বলেন বড়াইগ্রাম উপজেলায় সাতটি ইউনিয়নে এবং দুটি পৌরসভায় নয়টি জায়গায়-

পর্যায়ক্রমে মডেল পেস্টিসাইড শপ করা হবে এরই ধারাবাহিকতায় আজকে মেসার্স সাদিক এন্টারপ্রাইজে মডেল পেস্টিসাইড শপের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে পরবর্তীতে বাকি আটটি জায়গায় মডেল পেস্টিসাইড শপ এর উদ্বোধন করা হবে।

কৃষকদের রাসায়নিক কীটনাশক ব্যবহারে অসাবধানতার কারণে পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং তার পাশাপাশি ডিলাররা অনিয়মতান্ত্রিক ভাবে ব্যবসা পরিচালনা করার ফলে কৃষকরা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন,

সেই কারণেই সচেতন করতে এবং নিয়ম তান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার লক্ষ্যে এবং জৈব বালাইনাশক রাসায়নিক বালাইনাশক সহ জৈব সার যাতে কৃষকরা হাতের মুঠোয় সহজে পায় এবং মেমো সহকারে পায় এই লক্ষ্য কে সামনে রেখে মডেল পেস্টিসাইড শপের কার্যক্রম চালু করা হলো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধতীব্র শীতে পাতলা চাদর মুরিয়ে স্টেশনে শুয়ে ছিলো
পরবর্তী নিবন্ধঅদৃষ্ট -আলাউদ্দিন জালাল‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে