“অনুভব” -লেখক নাজনীন নাহার‘এর কবিতা

0
563
Naznin-Nahar

“অনুভব”

লেখক নাজনীন নাহার

এক প্রস্ত আলো ছুঁয়ে যে সকাল
তা তোমার ঘরে।
এক আকাশ নীলাদ্রি ছুঁয়ে যে মেঘ
তা বৃষ্টির তরে।
এক মুঠো সুখ ছুঁয়ে যে জীবন
তা সকলের করে।
এক আমি এক তুমি মিলে যে সম্পর্ক
তা ভালোবাসায় ভরে।
এক পৃথিবী বিশ্বাস নিয়ে যে বোধ
তা তোমার পরে।
এক টুকরো দুঃখ ভেজা যে ক্ষণ
তা ভুলার তরে।
এক একটা পাথর চাপা দীর্ঘশ্বাস
তা মুছে ফেলার পরে।
এক সাগর রক্তের বিনিময়ে যে প্রাপ্তি
তা স্বাধীনতার ঘরে।
এক দিগন্ত বিস্তৃত যে স্বপ্ন আশা
তা ভবিষ্যতের পরে।
এক মুঠো সুখেন্দু সুখের সঙ্গ
তা প্রেমীর তরে।
এক একটা দায়িত্বশীল নির্ভরতা
তা প্রিয় বন্ধুর পরে।
এক একটা পূর্ণ অপূর্ণ জীবন
তা বেঁচে থাকার তরে।
এক এক করে দৃঢ় চৈতন্য চেতন
পৃথিবী জয় করার পরে।
এক একটা জীবন মৃত্যু সব
আমাদেরই তরে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“রহস্যময় বিপ্লবীর মতো তুমি” – ওয়াহিদ জালালের কবিতা
পরবর্তী নিবন্ধ“একটি রোগের অজানা অধ্যায়” -মনিমূল হক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে