অবশেষে দুর্দশা লাঘব হতে যাচ্ছে নাটোরের উত্তর পটুয়াপাড়া কুর্মীর মাঠ বাসিন্দাদের

0
241

নাটোরকন্ঠ: নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া কুর্মীর মাঠ সংলগ্ন বাসিন্দাদের অবশেষে দুর্দশা লাঘব হতে যাচ্ছে। প্রায় সারা বছর ধরেই জলাবদ্ধতা থাকে এই এলাকায়। জনগণের চলাচলের সমস্যা তো আছেই সেই সাথে লাগাতার বৃষ্টিতে সকল বাড়িঘরে পানি উঠে পড়ে জীবন দুর্বিষহ করে তোলে। এর আগে বহুবার পৌরসভায় ধর্না দিয়েও এই সংকট দূর করার জন্য কেউ এগিয়ে আসেনি।

অবশেষে সেই দুর্দশা লাঘবে শনিবার বেলা এগারোটার দিকে উত্তর পটুয়াপাড়া কুর্মীর মাঠ এলাকাবাসীর প্রাণের দাবির ড্রেনটি ১৭ লক্ষ টাকা ব্যয় প্রায় ৪শ মিটার ড্রেনের উদ্বোধন করা হল। এই ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরি জলি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই নির্মাণকাজের উদ্বোধন কালে মেয়র জানান, অর্থ সংকটের কারণে দায়িত্ব পাওয়ার পরেও এই এলাকার লোকের দুর্দশা লাঘবের জন্য তিনি তেমন একটা কাজ করতে পারেননি। এখন বরাদ্দ পাওয়ার সাথে সাথে তিনি কাজটি করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি এই ড্রেন নির্মাণ হলে এলাকার লোকজন শান্তিতে বসবাস করতে পারবেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় একসাথে যমজ তিন ছেলে সন্তানের জন্ম
পরবর্তী নিবন্ধচামারী ইউনিয়নে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই-সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে