অশ্রু অসুখ- বেনজির শিকদারের কবিতা

0
507
Benjir

অশ্রু অসুখ-
বেনজির শিকদার

বুকের ভেতর—
একটা অসুখ— দিচ্ছে তাড়া;
চোখের ভেতর—
বইছে নদী— দিশেহারা।

প্রেমতিয়াসী—
মনটা আমার— এই বিষাদে;
পুড়ছে ভীষণ—
নির্জনতার— গোপন হ্রদে।

উথলে ওঠা—
দুঃখের জোয়ার—বড্ড ভারী;
বিষাদ-ব্যথায়—
খুব গোপনে— আহাজারি।

সুখগুলো সব—
ঘুরছে শুধু— উল্কা বেগে;
চিবুক তিলে—
রক্তক্ষরণ— ভ্রান্তিযোগে।

ক্রমশ কেবল—
আস্বাদনে— বোধের ফারাক;
ভালোবাসায়—
অশ্রু মিশে— বৃষ্টি ঝরাক।

নিখিল তরুর—
নগ্ন ঠোঁটে— মৌনতা চাষ;
খুঁজবো বলো—
কোথায় পাবো— সরল নিবাস?

বইছে দেখো—
জলের নদী— আস্তেধীরে;
বিধুর লগন—
পাখিরা সব— ফিরছে নীড়ে।

আকাশ নীলে—
হাওয়াই জাহাজ— ওই সুদূরে;
আলোর তিয়াস—
হাতছানি দেয়— অন্তপুরে!

ভাবছি বসে—
সেইতো তুমি— দূরের তারা;
আসতে যদি—
একটু কাছে— বাঁধনহারা!

কেমন হতো?
ডাহুকবেলার— গল্প হলে!
হারিয়ে যেতো—
বুকের ক্ষত— কল্প ছলে!

কিইবা হতো—
একটু কেবল— আমার হলে?
ভাসিয়ে গেলে—
ভেতর-বাহির— চোখের জলে!

•••অশ্রু-অসুখ•••
বেনজির শিকদার
এপ্রিল ২০২০, নিউ ইয়র্ক

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ডাক্তার করোনা আক্রান্তের গুজব, লকডাউন হতে পারে সদর হাসপাতাল
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় অভুক্ত বেওয়ারিশ কুকুরের খাবারের দায়িত্ব নিলেন সিপিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে