আখ না পেয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের মাড়াই বন্ধ

0
544
Sugarmill

লালপুর (নাটোর) সংবাদদাতা: করোনা দূর্যোগ মাথায় নিয়ে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েও কৃষকদের কাছ থেকে আখ কিনতে না পেয়ে মাড়াই বন্ধে বাধ্য হলেন মিল কতৃপক্ষ। অথচ পর্যাপ্ত আখ মাঠে আছে কিন্তু কৃষকরা টাকা বাঁকীতে মিলকে আখ দেবে না। তারা গুড় তৈরি করবে। তাই পর্যাপ্ত আখ মাঠে রেখেই  গত শনিবার ১১ এপ্রিল বিকেল ৫টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের মাড়াই কার্যক্রম বন্ধ করা হয়।

মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের জানান, ২০১৯-২০ মাড়াই মওসুমে ১৫৫ কর্মদিবসে দুই লাখ ৪৭ হাজার ৮৭০ মেট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। যার মধ্যে মিলের কৃষি খামারে উৎপাদিত ৬২২ মেট্রিক টন এবং দুই লাখ ৪৭ হাজার ২২ মেট্রিক টন আখ চাষিদের নিকট হতে ক্রয় করা হয়। চলতি মওসুমে চাষিদের নিকট কৃয়কৃত আখের মূল্য ৮২ কোটির মধ্যে ৪১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। তিনি জানান, এবছর দুই লাখ ৯৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চিনি আহরণের হার ধরা হয় ৮ শতাংশ। সেখানে চিনি উৎপাদিত হয়েছে ১৫ হাজার ৭০০ মেট্রিক টন এবং আহরণের হার ৬.২৫ শতাংশ। বর্তমানে মিলের গোডাউনে অবিক্রিত চিনির পরিমান ১১ হাজার মেট্রিক টন। প্রতি কেজি ৬০ টাকা দরে যার বাজার মূল্য ৬৬ কোটি টাকা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবিবর্ণ প্রভাত -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে নতুন আরো ১১ জনের করোনা নমুনা সংগ্রহ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে