বিবর্ণ প্রভাত -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা

0
406
Nasima-Akter-Mukta-Mukta

বিবর্ণ প্রভাত

কবি নাসিমা হক মুক্তা

নবগ্রহ ভাসে চোখের দেবতায়
কিন্তু বিস্তীর্ণ সৈকতে সাঁতার কাটে চলমান জীবন।
আলো নেই, বাতাস নেই পৃথিবীর বক্ষে
বৃক্ষলতার অগণিত ছায়া সমাহিত হলো
শেওলা ঢাকা পথে

আগামীকাল ফ্লোরা ফুল এসে ছুয়ে দিবে
বংশীবাদকের শাশ্বত কাল
ঐতিহাসিক এই ক্ষণের
অনুভূতিগুলো হেমলক পান করে শুয়ে আছে
বন্দী ভূতলে
অযাচিত যন্ত্রণার স্তুপে হারিয়ে গেছে ” বর্ষবরণ”
ভোরের সূর্যের রক্তরাঙা ঠোঁটে
ফুলেদলে পান করবে না নব সঙ্গীত সুধা।

বিবর্ণ প্রভাত মিশরের নীলনদে ডুবে
মুখরিত গানে ঢাল হলো একফালি মেঘ।।

(পহেলা বৈশাখ উপলক্ষে লেখা কবিতা)

Advertisement
উৎসNasima Akter Mukta Mukta
পূর্ববর্তী নিবন্ধমরীচিকা -শাপলা জাকিয়ার ভৌতিক গল্প -পর্ব-১৫
পরবর্তী নিবন্ধআখ না পেয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের মাড়াই বন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে