“আদমের আশায়” কবি শাহিনা রঞ্জু‘এর কবিতা

0
398
www.natorekantho.com

“আদমের আশায়”

কবি শাহিনা রঞ্জু

বসে আছি আদমের আশায়
আমার গনার দিন যে কখন ফুরায়
সেই ভয়েতে আনন্দ নাই
সেই ক্ষোভেতে দুঃখও নাই
বুকের মাঝে একটা বাউল
একতারা বাজায়
সে যে কেন্দে কেন্দে আদম খোঁজে
আদম কোথা পায়?
শাহিনা নামের কোন মালা
গাঁথা নাইরে কোথাও
কোথাও তার কেউ নাইরে
বুঝলোনা সে একবারও
তদুপরি প্রেমের বড়াই
করে সে আবারও
প্রেমের যদি পরীক্ষা হয়
নিশ্চিত হবে ফেল
একথা জেনে বুঝেও
হয় সে প্রেমে আকুল।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“সখি ভালবাসা কারে কয়” কবি শাহিনা রঞ্জু‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“হিসাব” -চঞ্চল কুমার ভৌমিকের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে